নিম পাতার ব্যবহার খুশকি বিনাশে

নিম পাতার ব্যবহার খুশকি বিনাশে


 


নিম একটি বহু বর্ষজীবী ও চির হরিত, ঔষধি বৃক্ষ । আকৃতিতে চল্লিশ বা ৫০ ফুট পর্যন্ত লম্বা হয় । নিম গাছ সাধারণত উষ্ণ আবহাওয়া প্রধান অঞ্চলে ভালো হয় । নিম গাছ দশ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়।

খুশকি বিনাশে নিম পাতার ব্যবহার বিধি: 

নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে নিম মাথার তালু শুষ্কতা ও চুলকানি দূর করে । খুশকির চিকিৎসায় নিমের ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক উপাদানের জন্য খুশকির চিকিৎসায় অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে । নিম পাতা মাথার তালু শুষ্কতা ও চুলকানি দূর করে। ৫০০ গ্রাম পানির সাথে একমুঠো নিমপাতা দিয়ে গরম করতে হবে যতক্ষণ না পানি সবুজ বর্ণ ধারণ করে , পানি সবুজ বর্ণ হওয়ার পরে এই পানি ঠান্ডা করেনিন । মাথায় শ্যাম্পু করার পর এই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন । নিম পাতার পানি কন্ডিশনার এর মত কাজ করবে । এইভাবে সপ্তাহে দুই তিনবার ব্যবহার করুন ইনশাআল্লাহ খুশকি দূর হয়ে যাবে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url