স্মার্ট ফোন চুরি হয়ে গেলে ফাঁস হবে না কোনো গোপন তথ্য শিখে রাখুন গোপন ট্রিক
স্মার্ট ফোন চুরি হয়ে গেলে ফাঁস হবেনা কোন গোপন তথ্য শিখে রাখুন গোপন ট্রিক
স্মার্ট ফোন চুরি হয়ে গেলে অটোমেটিকলি লক হয়ে যাবে বা হারিয়ে গেলে দ্রুত স্মার্টফোনটির লোকেশন ট্র্যাক করতে পারবেন । নতুন এনট্রি থিপ ও রিমোট লক ফিচার আনছে google । অ্যান্ড্রয়েড 10 বা বেশি ভার্সন ফোনে কাজ করবে এ ফিচার । google এর তথ্য মতে ব্রাজিলে প্রথম চালু হবে এরপর অন্যান্য দেশে । স্মার্টফোনে থাকা অসংখ্য ব্যক্তিগত তথ্য ও ছবি থাকে আর তা যদি চোরের হাতে যায় তাহলে আপনার বিপত্তির শেষ হবে না । তাই ফোন চুরি আটকাতে নানা মনের নানা মত থাকলেও খুব একটা সুরাহা পাননি স্মার্টফোন ব্যবহারকারীরা । এবার আসরে নামল google কৃত্তিম বুদ্ধিমতাকে হাতিয়ার করে অ্যান্টি থিপ ফিচার আনছে সার্চ ইঞ্জিন । ব্রাজিলে এই সুবিধাটি চালু করতে চলেছে কোম্পানি । বাংলাদেশ সহ অন্যান্য দেশের ব্যবহারকারীদের ফোনে শীঘ্রই তার রোল আউট হবে । কিছুদিন আগে অনুষ্ঠিত এক
Google এর I/O ইনপুট / আউটপুট ২০২৪ । ওই অনুষ্ঠানের অ্যান্ড্রয়েডের সম্পর্কিত বিভিন্ন ধরনের ফিচার ঘোষণা করে google । তার মধ্যে একটি অ্যান্টি থিপ ফিচার । এটি এন্ড্রয়েডের ১০ এর বেশি ভার্সন সমস্ত স্মার্টফোনে ফোনে পাওয়া যাবে । অর্থাৎ আপনার ফোন কয়েক বছরের পুরনো হলেও ফিচারটি পাবেন ।
অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে কাজ করে এন্টি থিপ ফিচার ঃ
স্মার্টফোন একটি নতুন অ্যালগরিদম আনছে Google । সহজ ভাষায় বললে, এটি এমন একটি সিস্টেম যা এ আই দ্বারা পরিচালিত । চোরেরা সাধারণত কোন কিছু ছিনতাই করে পালিয়ে যায় সেই সময় এ আই তার অ্যালগরিদম কে কাজে লাগিয়ে সেটি ডিটেক্ট করবে । ফোনে কিছু অস্বাভাবিক হলে তৎক্ষণাৎ ধরে নেবে এ আই । আর এই মুহূর্তেই লক হয়ে যাবে স্মার্টফোন । আরো একটি ফিচার আসছে Google এ সেটি হল রিমোট লক ফিচার। ফোন চুরি হলে বা খুঁজে না পেলে চিন্তায় পড়ে যায় সবাই । কারণ তাতে রয়েছে অসংখ্য ব্যক্তিগত তথ্য ছবি ভিডিও আরো অনেক কিছু। এছাড়া অনেকের ফোনে পাসওয়ার্ড ভুলে যায় এইসব সমস্যা যাতে না হয় তার জন্য আনা হয়েছে রিমোট লক ফিচার । এটির কাজ হলো আপনি ফোনের কাছ থেকে অনেক দূরে থাকলেও ডিভাইসের মাধ্যমে এটি লক করে রাখতে পারবেন । Google find my device app রয়েছে তাতে বাড়তি সুবিধা যোগ করবে রিমোট লক ফিচার। এক্ষেত্রে একটি সিকিউরিটি চ্যালেঞ্জ করে রাখতে হবে ব্যবহারকারীকে । যেমন আপনার প্রিয় কোন জিনিসের নাম । Find my device app খুলে হারিয়ে যাওয়া ফোনের ফ্যাক্টরি রিসেন্ট অপশন কমান্ড করতে পারেন । এটি বেশ কার্যকরী হতে পারে যদি আপনার ফোনের পিন ও পাসওয়ার্ড জেনে যায় ফ্যাক্টরি রিসেট করে দিলেই ফোনের সমস্ত তথ্য মুছে যাবে । ফলে ওই স্মার্টফোন আর অ্যাক্সেস করা যাবে না । এই সব নিরাপত্তার ফিচার শীঘ্রই আপনার অ্যান্ড্রয়েড ফোনে যোগ করতে চলেছে Google ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url