মেয়েদের দ্রুত ওজন কমানোর ১০ টি কার্যকরী কৌশল









মেয়েদের দ্রুত ওজন কমানোর উপায় একটি জটিল প্রক্রিয়া তবে সঠিক পরিকল্পনা খাদ্যাভ্যাস ব্যায়াম এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এটি দ্রুত কার্যকর ভাবে করা সম্ভব। আজকে আমরা বৈজ্ঞানিকভাবে মেয়েদের দ্রুত ওজন কমানোর কৌশল গুলি নিয়ে আলোচনা করব। 



ওজন কমানো শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় বরং এটি শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতিরিক্ত ওজনের ফলে হার্টের রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা বাড়তে পারে। তাই দ্রুত ওজন কমানোর প্রয়োজনে কৌশল গুলি জানা প্রয়োজন যা সঠিকভাবে অনুসরণ করলে কার্যকর ফলাফল পাওয়া যাবে।

মেয়েদের দ্রুত ওজন কমানোর ঘরোয়া উপায়

একদল গবেষক গবেষণা করে দেখিয়েছেন যে, শারীরিকভাবে ফিট মেয়েদের তুলনায় অতিরিক্ত ওজনের মেয়েদের অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে ৬৬ শতাংশের বেশি। এতে শারীরিক সমস্যা যেমন দেখা দেয় ঠিক তেমনি মানসিক চাপ ও হরমোন জনিত নানা জটিলতা তৈরি হয়। তাই যারা অতিরিক্ত ওজন নিয়ে খুব চিন্তিত আছেন, তাদের জন্য আজকের ব্লগে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে ঘরোয়া উপায়ে আপনি অতিরিক্ত ওজন কমাতে পারেন।

মেয়েদের ওজন কমানোর জন্য কিছু কার্যকর উপায় এর মধ্যে রয়েছে ঃ পরিমিত খাবার  খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম, মানুষিক চাপ কমিয়ে হাসিখুশি থাকা, শরীরের যত্ন নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করা। মেয়েদের মধ্যে যারা সময়ের অভাবে বাইরে গিয়ে জিম করতে পারেন না, তারা ঘরে বসে কয়েকটি ঘরোয়া উপায় অনুসরণ করে সহজে ওজন কমাতে পারেন। এখানে ওজন কমানোর কিছু কার্যকরী কৌশল তুলে ধরা হলো ঃ

১. পর্যাপ্ত পরিমাণে পানি পান করা 

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ক্ষুধা কমাতে সহায়ক। পানি পান করা বিশেষ করে, খাবার আগে মেয়েদের দ্রুত ওজন কমানোর উপায় গুলির মধ্যে একটি। অনেক মহিলারাই আছে যারা পানি পান করতে চান না এজন্য অনেকেই  ডিহাইড্রেশনে ভোগেন। 

একটি গবেষণায় দেখা গেছে যারা খাবার আধা ঘন্টা আগে আধা লিটার পানি পান করেন তাদের ওজন ৪৪% বেশি কমে যায়। আপনি যদি সত্যি সত্যি শরীরের ওজন কমাতে চান তবে এই সহজ কৌশলটি অনুসরণ করুন এবং ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন অল্প কিছুদিনের মধ্যে।

২. গ্রিন টি পান করুন 

ওজন কমাতে হলে সাধারণ চায়ের পরিবর্তে গ্রী ন টি পান করা শুরু করুন। গ্রিন টি মহিলাদের ওজন কমাতে সাহায্য করতে পারে। গ্রিন টি ফ্যাট বার্ন করতে সহায়ক এবং শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে তোলে। গ্রিন টিতে থাকা কোটেচিন ফ্যাট কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করলে এটি ওজন কমাতে সহায়তা করবে। 

৩. ফাইবার সমৃদ্ধ খাবার খান 

ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল, গোটা শস্য এবং বাদাম পেট ভরিয়ে রাখে এবং দীর্ঘসময় ক্ষুধা লাগতে দেয় না। ফাইবার সমৃদ্ধ খাবার ক্যালোরি বার্ন করতে সহায়ক এবং মেটাবলিজমের হাড় বাড়ায়। তাই দ্রুত ওজন কমাতে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করার চেষ্টা করুন। 

৪. রোজা বা উপবাস থাকুন 

রোজা বা উপবাসের মাধ্যমেও ওজন কমাতে পারেন।রোজা হল একটি না খাওয়ার ধরন যেখানে ব্যক্তিরা উপবাস এবং খাওয়ার একটি চক্র অনুশীলন করে। গবেষণায় দেখা গেছে যারা বিরতিহীন  উপবাসের চেষ্টা করেছেন তারা ওজন কমাতে সফল হয়েছেন। যাইহোক ওজন কমানোর কথা ভাবছেন এমন মহিলাদের অবশ্যই উপবাসের দিনগুলি একটি স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত খাবার এড়াতে হবে।

৫. ছোট পরিমানে বারবার খাওয়া 

একবারে পেট ভরে খাওয়ার চেয়ে অল্প অল্প পরিমাণে বারবার খাবার খেলে শরীরের ক্যালরি বার্ন করার আর বৃদ্ধি পায়। এর ফলে খুদা কমাতে এবং শরীরকে পর্যাপ্ত পুষ্টি দিতে সাহায্য করে।

৬. কার্বোহাইড্রেট এর পরিমাণ কমিয়ে দিন 

ওজন কমাতে হলে খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট পরিমাণ কমিয়ে আনতে হবে। ভাত, রুটি, পান্তা ইত্যাদি উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার পরিহার করতে হবে। কার্বোহাইড্র েট কমলে ইনসুলিন লেভেল নিচে নেমে যায় এবং ফ্যাট বার্ন করা শুরু হয়, ফলে ওজন কমতে শুরু করে।

৭. ফাস্টফুড কে না বলুন 

ওজন কমাতে হলে আপনার খাদ্য তালিকা থেকে ফাস্ট ফুডকে দূরে সরিয়ে রাখুন। প্রসেসর ফুড এবং ফাস্ট ফুড এ উচ্চমাত্রার শর্করা এবং ফ্যাট থাকে যা ওজন কমানোর প্রক্রিয়াকে বাধা প্রদান করে। চিপস, কুকিজ, কেক, আলু  এবং বিভিন্ন ধরনের চিনি যুক্ত খাবার কে না বলুন।

৮. নিয়মিত ব্যায়াম 

ওজন কমানোর জন্য ব্যায়াম একটি অপরিহার্য উপাদান। নিয়মিত ব্যায়াম করলে দ্রুত ক্যালরি পান করা সম্ভব এবং শরীরের বেশি গঠন সহায়ক হয়। আলোচনা কৃত ব্যায়াম গুলি ওজন কমাতে কার্যকর ভূমিকা পালন করে থাকে।

কার্ডিওভাস্কুলার ঃ কার্ডিও এক্সারসাইজ যেমন জগিং, হাটা, সাইকেলিং দৌড়ানো এবং সাঁতার কাটা অত্যান্ত কার্যকর। এগুলো শরীরের প্রতিটি অংশে কার্যকর প্রভাব ফেলে এবং দ্রুত ক্যালরি পান করতে সাহায্য করে। প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট কার্ডিও ব্যায়াম করা উচিত।

ওয়েট ট্রেনিং 
ওয়েট ট্রেনিং বা ভারত উত্তল শরীরের বেশি মজবুত করে এবং মেটাবোলিজম বাড়িয়ে তোলে।ভারি ব্যায়াম করলে শরীরের ফ্যাট বার্নের হার বৃদ্ধি পায় এবং ওজন কমানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ওয়েট ট্রেনিং করার আগে একজন প্রশিক্ষিত ট্রেনারের সাহায্য ও তার পরামর্শ নিয়ে নিন।

 নিজের ইচ্ছেমত ওয়েট তোলার চেষ্টা করলেই হতে পারে বিপরীত। বিশেষজ্ঞরা বলেন, একেবারে খালি পেটে কখনো ওজন তোলা উচিত নয়, কেউ যদি কেবল ওয়েট ট্রেনিং করতে চান,তবে বিশেষ কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন।
সপ্তাহে তিন দিন ওয়েট ট্রেনিং করা জরুরী 
সপ্তাহে কেবল এক বা দুদিন ওয়েট ট্রেনিং এ আপনি কাঙ্খিত ফল পাবেন না। তাই চেষ্টা করুন কমপক্ষে সপ্তাহে তিন দিন ওয়েট ট্রেনিং করার অভ্যাস। প্রতিদিন শরীরের আলাদা আলাদা অংশের জন্য নির্দিষ্ট ব্যায়াম করুন। 
সঠিক ওজন তুলুন 
ঈদ কতটা ওজন তোলা আপনার জন্য উপযোগী তা বুঝবেন একজন প্রশিক্ষিত ট্রেনার এর মাধ্যমে। একই ওজনে আটকে থাকলে চলবে না সময় ও বেশির শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে ওজনের পার্থক্য নিয়ে আসতে হবে।
পুরো শরীরের ব্যায়াম করতে হবে 
চেস্ট ব্যাক বাইসেপ ট্রাইসেপ কাধ পা কোন অঙ্গ বাদ দিলে চলবে না। পুরো শরীরের ব্যায়াম করা অবশ্যক তবেই ঠিকঠাক ফল পাবেন।
নিয়ম শৃঙ্খলা মেনে চলুন 
যখনই মন চাইলো তখনই ব্যায়াম করলে কিন্তু কোন ফল পাবেন না। ওয়েট ট্রেনিং এর জন্য সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরী। ঠিকমতো খাওয়া-দাওয়া ঘুম না হলে বেশি শক্তি কখনোই বাড়বে না।

আরো পড়ুন ঃ

৯. পর্যাপ্ত ঘুম 

মেয়েদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা হলো দ্রুত ওজন কমানোর কৌশল গুলোর মধ্যে অন্যতম। একজন পণ্য বয়স্ক মানুষের দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুম প্রয়োজন এর বেশি ও শরীরের জন্য ভালো না কম শরীরের জন্য খারাপ। দ্রুত ওজন কমাতে চাইলে মহিলাদের অবশ্যই ভালো ডায়েট এবং ব্যায়ামের পাশাপাশি ঘুমের উপর নজর দিতে হবে।

১০. মেয়েদের ওজন কমাতে হলে যে যে খাবার থেকে দূরে থাকতে হবে 

  • চিনি যুক্ত পানীয় ও খাবার 
  • কে্ন্ডি বার
  • চিপস এবং ফ্রেঞ্চ ফাই 
  • সব ধরনের অ্যালকোহল
  • পেস্টি, কুকিজ এবং কেক 
  • সাদা ভাত খুব কম পরিমাণে খেতে হবে 
  • চিনি যুক্ত খাবার 
  • মিষ্টি দই 
  • হ্যামবার্গার
  • প্রক্রিয়াজাত মাংস 

অপারেশনের পর মোটা হয়ে গেছেন কিভাবে ওজন কমাবেন 

সি-সেকশন,PCOS, থাইরয়েড সহ অন্যান্য হরমোন প্রবলেম,হেরিডেটারি এক্সট্রিম স্লো মেটাবলিজম এর কারণে অনেক সময় অতি দ্রুত ওজন বাড়তে থাকে। অনেক সময় এসব প্রবলেম ধরা পড়ার আগেই ওজন একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যেতে পারে। তখনো দেখা যায় ডাক্তারের কোন ধরনের হেল্প না নিয়ে না খেয়ে না খেয়ে, নেট থেকে চাট নামিয়ে অনেকে নিজে নিজে ডায়েট করে ওজন কমানোর ট্রাই করেন। কিন্তু খাওয়া যতই কমান ওজন আর কমে না এর চেয়ে কষ্টের আর থাকতে পারে।

এক্ষেত্রে হুট করে ওজন কমানো একেবারে অসম্ভব। শুরুতেই আপনাকে ডাক্তারের সাহায্য নিতে হবে। ওজন বেড়েই চলেছে কন্ট্রোল করতে চাইলেও পারছেন না? এক্ষুনি চেক আপ করে নিন এক্ষুনি চেকআপ করে‌ নিন। আপনার প্রবলেম আছে কিনা সেটা না বুঝলে সমাধান কিভাবে পাবেন? হরমোনাল প্রবলেম ধরা পড়লে অবশ্যই সেই প্রবলেম আগে ট্রিট করতে হবে। অসুস্থতা জনিত অতিরিক্ত ওজনের জন্য দীর্ঘমেয়াদি কাস্টমাইজড ডায়েট চার্ট দরকার হবে। সেটা নিতে হবে  নিউটিশনিস্ট দের পরামর্শ অনুযায়ী। তার সাথে করতে হবে দৈনিক ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম। এছাড়া কোনভাবে আপনার ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। তাই সময় নষ্ট না করে শীঘ্রই ডক্টরের পরামর্শ নিন।

শেষ কথা 

মেয়েদের দ্রুত ওজন নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বরং সুস্থ জীবন যাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম,সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ কমানো, এবং পর্যাপ্ত পানি পান করা ও রোজা বা উপবাস রাখার মাধ্যমে সহজে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 

ওজন কমানোর এই পদ্ধতি গুলো অনুসরণ করলে আপনি আরো ফিট এবং সুস্থ থাকবেন। তবে অবশ্যই ধৈর্য ধরে নিয়মিত চর্চা করতে হবে তাহলে এর ফলাফল পাবেন। তাই প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। 

আমাদের এই ব্লগ পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন আপনাদের পরিচিতদের মধ্যে, বিশেষ করে যারা এই সমস্যায় ভুগছেন। পাশাপাশি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। আপনার নিজের এবং পরিবারের সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন কারণ স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন আমরা আপনাদেরকে সে বিষয়ে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কাজ করে চলেছি।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url